কৃষক আত্মহত্যায় ওসি অপসারণ দাবিতে আদিবাসীদের স্মারকলিপি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষক আত্মহত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসি চেষ্টায় গোদাগাড়ী মডেল থানার ওসি মো. কামরুলের অপসারণ সহ তিনদফা দাবিতে রাজশাহী রেঞ্জের পুলিশ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল বাতেন কে গতকাল সকাল ১১.৩০টায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে ওসি মো. কামরুলের অপসারণ সহ ও আদিবাসীদের প্রতি হয়রানিমূলক মিথ্যা মাদক মামলা প্রত্যাহার ও আদিবাসীদের অভিযোগগুলো গুরুত্বসহকারে না দেখে হয়রানি করা বন্ধের দাবি জানানো হয়েছে। জমিতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহননের ঘটনায় ওসি আত্মহত্যার প্ররোচনাকারীর বিরুদ্ধে অভিযোগ না নিয়ে ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করে ধামাচাপা দেবার চেষ্টা চালান। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান প্রমূখ।

এদিকে গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার রাজশাহীর একটি আদালত এ আদেশ দিয়েছেন। গোদাগাড়ী থানার ওসি কামরুল হাসান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামি সাখাওয়াত হোসেনের তিন দিনের রিমান্ড চেয়েছিলেন। মঙ্গলবার শুনানির পর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। তবে আসামিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি (৩৭) ও তার চাচাতো ভাই রবি মারানডি (২৭) বিষপান করেন। এতে অভিনাথ সেদিনই মারা যান।

রবি মারা যান ২৫ মার্চ। পরিবারের দাবি, নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত এ দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি না দিয়ে হয়রানি করেছেন। এর প্রতিবাদে অভিনাথ ও রবি বিষপানে আত্মহত্যা করেন। এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়। এরপর গত শনিবার দিবাগত রাতে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। গত রোববার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন আদালত সাখাওয়াতকে কারাগারে পাঠান।

এদিকে, ঘটনা তদন্তে গঠিত কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পানি বণ্টনে সাখাওয়াতের নানা অনিয়ম পেয়েছে। মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দাখিলও হয়েছে। গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষও (বিএমডিএ) আলাদা তদন্ত করলে সাখাওয়াতের অনিয়ম বেরিয়ে এসেছে।

আরও খবর
পুলিশের কাছ থেকে রিকশা ছাড়াতে না পেরে চালকের আত্মহত্যা
শরণখোলা হাসপাতালে রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ!
নারায়ণগঞ্জে যুবক হত্যা গ্রেপ্তার ২
৩০ বছর পর চৈত্র মাসে তিস্তায় বন্যা : দিশেহারা শত শত কৃষক
অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় অভিযান জরিমানা ৪ লাখ
প্রস্তাবিত তামাক করে রাজস্ব বাড়বে চল্লিশ হাজার কোটি টাকা
যাত্রীদের ভিক্ষুক মনে করে বিমান
মির্জাপুরে নারীর গলাকাটা দেহ উদ্ধার
বিধবার জমি পুলিশ প্রহরায় দখলচেষ্টা
ছয় দশক ধরে নেতৃত্ব দিয়ে তারা ইতিহাস সৃষ্টি করেছেন
দুদক আ’লীগের লোকেদের পরিচ্ছন্ন সার্টিফিকেট দেয় : গয়েশ্বর
৩৫ কোটি মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার : ধৃত ৩

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ২৫ চৈত্র ১৪২৮ ০৬ রমাদ্বান ১৪৪৩

কৃষক আত্মহত্যায় ওসি অপসারণ দাবিতে আদিবাসীদের স্মারকলিপি

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষক আত্মহত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসি চেষ্টায় গোদাগাড়ী মডেল থানার ওসি মো. কামরুলের অপসারণ সহ তিনদফা দাবিতে রাজশাহী রেঞ্জের পুলিশ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল বাতেন কে গতকাল সকাল ১১.৩০টায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে ওসি মো. কামরুলের অপসারণ সহ ও আদিবাসীদের প্রতি হয়রানিমূলক মিথ্যা মাদক মামলা প্রত্যাহার ও আদিবাসীদের অভিযোগগুলো গুরুত্বসহকারে না দেখে হয়রানি করা বন্ধের দাবি জানানো হয়েছে। জমিতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহননের ঘটনায় ওসি আত্মহত্যার প্ররোচনাকারীর বিরুদ্ধে অভিযোগ না নিয়ে ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করে ধামাচাপা দেবার চেষ্টা চালান। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান প্রমূখ।

এদিকে গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার রাজশাহীর একটি আদালত এ আদেশ দিয়েছেন। গোদাগাড়ী থানার ওসি কামরুল হাসান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামি সাখাওয়াত হোসেনের তিন দিনের রিমান্ড চেয়েছিলেন। মঙ্গলবার শুনানির পর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। তবে আসামিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি (৩৭) ও তার চাচাতো ভাই রবি মারানডি (২৭) বিষপান করেন। এতে অভিনাথ সেদিনই মারা যান।

রবি মারা যান ২৫ মার্চ। পরিবারের দাবি, নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত এ দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি না দিয়ে হয়রানি করেছেন। এর প্রতিবাদে অভিনাথ ও রবি বিষপানে আত্মহত্যা করেন। এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়। এরপর গত শনিবার দিবাগত রাতে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। গত রোববার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন আদালত সাখাওয়াতকে কারাগারে পাঠান।

এদিকে, ঘটনা তদন্তে গঠিত কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পানি বণ্টনে সাখাওয়াতের নানা অনিয়ম পেয়েছে। মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দাখিলও হয়েছে। গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষও (বিএমডিএ) আলাদা তদন্ত করলে সাখাওয়াতের অনিয়ম বেরিয়ে এসেছে।