ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন শামসুল হক টুকু

class="alignright" ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়ান।

এর আগে বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রথম কার্যদিবসে সরকারি দল আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে শামসুল হক ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন।

বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য শামসুল হকের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে তা সমর্থন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই পদে আর কারো নামের প্রস্তাব আসেনি।

এরপর স্পিকার বিধি অনুযায়ী প্রস্তাব ভোটে দিলে কণ্ঠভোটে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার, ২৯ আগস্ট ২০২২ , ১৪ ভাদ্র ১৪২৯ ১ সফর ১৪৪৪

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন শামসুল হক টুকু

নিজস্ব বার্তা পরিবেশক

image

class="alignright" ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়ান।

এর আগে বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রথম কার্যদিবসে সরকারি দল আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে শামসুল হক ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন।

বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য শামসুল হকের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে তা সমর্থন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই পদে আর কারো নামের প্রস্তাব আসেনি।

এরপর স্পিকার বিধি অনুযায়ী প্রস্তাব ভোটে দিলে কণ্ঠভোটে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।