‘অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিভাগভিত্তিক তালিকা হচ্ছে’

দু’মাসের মধ্যে অবৈধ লাইন অপসারণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী ২ মাসের মধ্যে সব অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে। তিনি বলেন, কর্মকর্তাদের দুর্নীতি ও অসদাচারণের জন্যই রাজনীতিবিদদের বা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। কোন বিভাগের কোন কোন কর্মকর্তা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। গতকাল গ্যাস বিতরণ সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভার্চুয়াল এ আলোচনা সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ্ এবং বিভিন্ন গ্যাস বিতরণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (তিতাস গ্যাস) ফতুল্লা অফিসের ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ট্রান্সমিশন লাইনের উপর কোন বিল্ডিং বা স্থাপনা থাকলে দ্রুত অপসারণ করার, গ্যাসের বকেয়া বিল সংগ্রহের টাইম লাইন নির্ধারণ করার, বিল খেলাপিদের তালিকা হালনাগাদ করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ইভিসি মিটার এবং প্রি-পেইড মিটার সব গ্রাহকের জন্য স্থাপন করতে হবে। অটোমেশন করার প্রক্রিয়াও ধীর গতিতে চলছে, যা কাক্সিক্ষত নয়। ট্রাস্কফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

‘অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিভাগভিত্তিক তালিকা হচ্ছে’

দু’মাসের মধ্যে অবৈধ লাইন অপসারণ

নিজস্ব বার্তা পরিবেশক |

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী ২ মাসের মধ্যে সব অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে। তিনি বলেন, কর্মকর্তাদের দুর্নীতি ও অসদাচারণের জন্যই রাজনীতিবিদদের বা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। কোন বিভাগের কোন কোন কর্মকর্তা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। গতকাল গ্যাস বিতরণ সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভার্চুয়াল এ আলোচনা সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ্ এবং বিভিন্ন গ্যাস বিতরণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (তিতাস গ্যাস) ফতুল্লা অফিসের ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ট্রান্সমিশন লাইনের উপর কোন বিল্ডিং বা স্থাপনা থাকলে দ্রুত অপসারণ করার, গ্যাসের বকেয়া বিল সংগ্রহের টাইম লাইন নির্ধারণ করার, বিল খেলাপিদের তালিকা হালনাগাদ করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ইভিসি মিটার এবং প্রি-পেইড মিটার সব গ্রাহকের জন্য স্থাপন করতে হবে। অটোমেশন করার প্রক্রিয়াও ধীর গতিতে চলছে, যা কাক্সিক্ষত নয়। ট্রাস্কফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ দেন তিনি।