বিক্ষিপ্ত সংঘর্ষ নির্বাচনের অন্তরায় নয় : কাদের

নির্বাচন হওয়ার পথে বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোন সংঘর্ষ বা সংঘাত হয়নি। একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটার ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজে যেটা পাওয়া গেছে, সেটাতো গুলিটা কোন পক্ষ থেকে আসছে, তারপর অফিসে লাথি মারা- এটিও ফুটেজে আছে। প্রতিপক্ষের অফিসে প্রার্থী নিজেই লাথি মেরেছেন। সেটাও কিন্তু ফুটেজে আছে। বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন, ভিডিও ফুটেজে তা আছে। ইসির উচিত সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করা। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা সিটি নির্বাচনের সংঘর্ষের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হওয়ার পথে বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে না। ভিডিও ফুটেজ আছে। ফুটেজে যা কিছু আছে তাতে প্রমাণ হয় না যে আওয়ামী লীগের সমর্থকরা আগে হামলা করেছে। এটা নিয়ে আমরা আমাদের কথা বলব। আপাতদৃষ্টিতে মনে হবে প্রত্যেকেই নিজের পক্ষে কথা বলছে। বিএনপি তাদের কথা বলছে। বিদেশি রাষ্ট্রদূতদের তারা (বিএনপি) বোঝাতে চাইছে যে, আক্রমণটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে। কিন্তু বাস্তবে ভিডিও ফুটেজে যা কিছু আছে, তাতে কিন্তু সেটা মনে হয় না। এখানে নির্বাচন কমিশনের উচিত সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করা। সত্য উদ্ঘাটন করে অপরাধ যারই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন।

ইসিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ অভিযোগটি আজগুবি মন্তব্য করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোন দেশে, গণতান্ত্রিক দেশে, আধা গণতান্ত্রিক দেশেও এরকম কথা কেউ শুনেনি যে নির্বাচন কমিশনে অভ্যন্তরে লেভেল প্লেইং ফিল্ড নেই। নির্বাচন কমিশনের আবার লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়টা কী? আজগুবি-উদ্ভট কথা। এ ধরনের কথা তিনি কিভাবে বলছেন, আমি জানি না। তিনি ভিন্নমত পোষণ করতে পারেন। তার যে বক্তব্যের সুর ইদানিংকালে, বিএনপি যে সুরে কথা বলছে, একই সুরে মাহবুব তালুকদার কথা বলছে। মনে হয় তিনি একটি পক্ষ নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন।

ঢাকা সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না- সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমার তো মনে হয় না নির্বাচন হওয়ার পথে এ রকম বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা আমাদের কথা বলব, বিএনপি বিএনপির কথা বলছে। এখানে নির্বাচন কমিশনের উচিত সঠিক একটা তদন্ত করা এবং তদন্ত করে সত্য উদ্ঘাটন করা। সত্য উদ্ঘাটন হলে আইন প্রয়োগকারী সংস্থা পদক্ষেপ নিতে পারবে। সেই কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত আছে।

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

বিক্ষিপ্ত সংঘর্ষ নির্বাচনের অন্তরায় নয় : কাদের

নিজস্ব বার্তা পরিবেশক |

নির্বাচন হওয়ার পথে বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোন সংঘর্ষ বা সংঘাত হয়নি। একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটার ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজে যেটা পাওয়া গেছে, সেটাতো গুলিটা কোন পক্ষ থেকে আসছে, তারপর অফিসে লাথি মারা- এটিও ফুটেজে আছে। প্রতিপক্ষের অফিসে প্রার্থী নিজেই লাথি মেরেছেন। সেটাও কিন্তু ফুটেজে আছে। বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন, ভিডিও ফুটেজে তা আছে। ইসির উচিত সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করা। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা সিটি নির্বাচনের সংঘর্ষের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হওয়ার পথে বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে না। ভিডিও ফুটেজ আছে। ফুটেজে যা কিছু আছে তাতে প্রমাণ হয় না যে আওয়ামী লীগের সমর্থকরা আগে হামলা করেছে। এটা নিয়ে আমরা আমাদের কথা বলব। আপাতদৃষ্টিতে মনে হবে প্রত্যেকেই নিজের পক্ষে কথা বলছে। বিএনপি তাদের কথা বলছে। বিদেশি রাষ্ট্রদূতদের তারা (বিএনপি) বোঝাতে চাইছে যে, আক্রমণটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে। কিন্তু বাস্তবে ভিডিও ফুটেজে যা কিছু আছে, তাতে কিন্তু সেটা মনে হয় না। এখানে নির্বাচন কমিশনের উচিত সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করা। সত্য উদ্ঘাটন করে অপরাধ যারই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন।

ইসিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ অভিযোগটি আজগুবি মন্তব্য করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোন দেশে, গণতান্ত্রিক দেশে, আধা গণতান্ত্রিক দেশেও এরকম কথা কেউ শুনেনি যে নির্বাচন কমিশনে অভ্যন্তরে লেভেল প্লেইং ফিল্ড নেই। নির্বাচন কমিশনের আবার লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়টা কী? আজগুবি-উদ্ভট কথা। এ ধরনের কথা তিনি কিভাবে বলছেন, আমি জানি না। তিনি ভিন্নমত পোষণ করতে পারেন। তার যে বক্তব্যের সুর ইদানিংকালে, বিএনপি যে সুরে কথা বলছে, একই সুরে মাহবুব তালুকদার কথা বলছে। মনে হয় তিনি একটি পক্ষ নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন।

ঢাকা সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না- সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমার তো মনে হয় না নির্বাচন হওয়ার পথে এ রকম বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা আমাদের কথা বলব, বিএনপি বিএনপির কথা বলছে। এখানে নির্বাচন কমিশনের উচিত সঠিক একটা তদন্ত করা এবং তদন্ত করে সত্য উদ্ঘাটন করা। সত্য উদ্ঘাটন হলে আইন প্রয়োগকারী সংস্থা পদক্ষেপ নিতে পারবে। সেই কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত আছে।