ক্ষণগণনা

আর ৫৬ দিন

মুজিববর্ষ’র আর ৫৬ দিন বাকি। মুজিববর্ষ উপলক্ষে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এবার সঞ্চয় সপ্তাহ নতুন মাত্রা পেল।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৫৭ দিন। গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে সরকার। জনগণের যা সুবিধা তাই গ্রহণ করা হবে। আর এ খাতে যেন কোন দুর্নীতি না হয় সে জন্য কঠোর দৃষ্টি রাখা হবে।

ওই অনুষ্ঠানে সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক শামসুন্নাহার বেগম বলেন, ‘সঞ্চয়পত্র কিনতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে নজর দেয়া হয়েছে। হয়রানি কমাতে সঞ্চয়পত্র কেনা, মুনাফা নেয়া, এই বিষয়গুলো অটোমেশনের আওতায় আনা হচ্ছে। একক নামে ৫০ লাখ টাকা এবং যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার সুযোগ রাখা হয়েছে। আগে এটি কম ছিল।’

তিনি জানান, ‘সঞ্চয়পত্র বিক্রি, মুনাফা সংগ্রহ, নমিনির কাছে হস্তাস্তর-এসব প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে জাতীয় পরিচয়পত্র, টিআইএনসহ অন্য কাগজপত্র বাধ্যতামূলক করা হয়েছে।’

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

ক্ষণগণনা

আর ৫৬ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

মুজিববর্ষ’র আর ৫৬ দিন বাকি। মুজিববর্ষ উপলক্ষে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এবার সঞ্চয় সপ্তাহ নতুন মাত্রা পেল।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৫৭ দিন। গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে সরকার। জনগণের যা সুবিধা তাই গ্রহণ করা হবে। আর এ খাতে যেন কোন দুর্নীতি না হয় সে জন্য কঠোর দৃষ্টি রাখা হবে।

ওই অনুষ্ঠানে সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক শামসুন্নাহার বেগম বলেন, ‘সঞ্চয়পত্র কিনতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে নজর দেয়া হয়েছে। হয়রানি কমাতে সঞ্চয়পত্র কেনা, মুনাফা নেয়া, এই বিষয়গুলো অটোমেশনের আওতায় আনা হচ্ছে। একক নামে ৫০ লাখ টাকা এবং যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার সুযোগ রাখা হয়েছে। আগে এটি কম ছিল।’

তিনি জানান, ‘সঞ্চয়পত্র বিক্রি, মুনাফা সংগ্রহ, নমিনির কাছে হস্তাস্তর-এসব প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে জাতীয় পরিচয়পত্র, টিআইএনসহ অন্য কাগজপত্র বাধ্যতামূলক করা হয়েছে।’