২৪ ঘণ্টায় তিনগুণ বৃদ্ধি

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট করোনা সংক্রমণ তিনগুণ বৃদ্ধি পেয়ে ৯৩ জনে উন্নীত হয়েছে। স্বাস্থ্য বিভাগের গত বুধবারের বুলেটিন অনুযায়ী দক্ষিণাঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩২ জন। গতকালের বুলেটিন অনুযায়ী সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৩ জন হয়েছে। তারমধ্যে বরিশাল জেলায় নতুন ৬০ জন আক্রান্তের ফলে জেলায় মোট সংক্রমণের সংখ্যা ১ হাজার ৫৭ হনে উন্নীত হয়েছে। নতুন ৬০ জনের মধ্যে বরিশাল মহানগরীর সংখ্যা ৫০ জন। এ সময়ে বরিশাল মহানগরীর বাংলাবাজার এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে মৃত্যুর মিছিলে ৩৫ জনের নাম উঠল। ফলে বরিশাল নগরীতে মোট আক্রান্ত এখন ৯ শ’র কাছাকাছি। মৃত্যুও ১০ জন।

তবে এরপরেও স্বাস্থ্য অধিদফতরে নির্দেশনা মেনে বরিশাল মহানগরী কবে থেকে লকডাউন হচ্ছে তা স্পষ্ট নয় কারও কাছেই। বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ২৭টি ওয়ার্ড রেডজোনের আওতাভুক্ত বলে জানা গেছে। এরপরেও প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় অক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে এখনও প্রথম অবস্থানে পুলিশ বিভাগ। এরপরেই চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের অবস্থান। এমনকি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডসহ পুরো হাসপাতাল ও কলেজের একাধিক চিকিৎসক ও নার্স ইতোমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। পুরো দক্ষিণাঞ্চল জুড়েই একই চিত্র। রোগীরা তাদের প্রকৃত রোগ গোপন করে চিকিৎসা নেয়ায় ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন।

গত মঙ্গলবার বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল ৮৪। আর সোমবারে সংখ্যাটা ছিল ১৩৩। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে আরও ২৬ জনসহ মোট সুস্থ হয়েছেন প্রায় পৌনে ৫শ’।

গতকাল দুপুর পর্যন্ত নতুন করে আরও ৯৩ জন শনাক্ত হবার ফলে দক্ষিণাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ শ’তে পৌঁছেছে। যারমধ্যে ১ হাজার ৫৭ জন আক্রান্ত নিয়ে বরিশালের অবস্থান শীর্ষে। এ জেলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। অপরদিকে ২৪ ঘণ্টায় নতুন আরও ৩ জনসহ ১৯৯ আক্রান্ত নিয়ে পটুয়াখালীর অবস্থান দ্বিতীয়। এখানে মৃত্যু হয়েছে ১০ জনের। দ্বীপ জেলা ভোলাতে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১৫৯। মৃত্যু হয়েছে দু’জনের। পিরোজপুরে নতুন ৬ জনসহ মোট আক্রান্ত ১৩৩। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৩ জনের। ছোট জেলা বরগুনাতে নতুন করে ৪ জনসহ মোট আক্রান্ত ১৪৫। মৃত্যু হয়েছে দু’জনের। আর ৪টি উপজেলার ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় ১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১০১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।

তবে গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন কোন রোগী ভর্তি না হলেও ৫ জন সুস্থ হয়ে ঘরে ফেরায় বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। আর এ সময়ে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে ১১ জন নতুন রোগী ভর্তি ও ১২ জন ছাড়পত্র লাভ করায় এখনও চিকিৎসাধীন আছেন ৪৩ জন।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ

২৪ ঘণ্টায় তিনগুণ বৃদ্ধি

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট করোনা সংক্রমণ তিনগুণ বৃদ্ধি পেয়ে ৯৩ জনে উন্নীত হয়েছে। স্বাস্থ্য বিভাগের গত বুধবারের বুলেটিন অনুযায়ী দক্ষিণাঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩২ জন। গতকালের বুলেটিন অনুযায়ী সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৩ জন হয়েছে। তারমধ্যে বরিশাল জেলায় নতুন ৬০ জন আক্রান্তের ফলে জেলায় মোট সংক্রমণের সংখ্যা ১ হাজার ৫৭ হনে উন্নীত হয়েছে। নতুন ৬০ জনের মধ্যে বরিশাল মহানগরীর সংখ্যা ৫০ জন। এ সময়ে বরিশাল মহানগরীর বাংলাবাজার এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে মৃত্যুর মিছিলে ৩৫ জনের নাম উঠল। ফলে বরিশাল নগরীতে মোট আক্রান্ত এখন ৯ শ’র কাছাকাছি। মৃত্যুও ১০ জন।

তবে এরপরেও স্বাস্থ্য অধিদফতরে নির্দেশনা মেনে বরিশাল মহানগরী কবে থেকে লকডাউন হচ্ছে তা স্পষ্ট নয় কারও কাছেই। বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ২৭টি ওয়ার্ড রেডজোনের আওতাভুক্ত বলে জানা গেছে। এরপরেও প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় অক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে এখনও প্রথম অবস্থানে পুলিশ বিভাগ। এরপরেই চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের অবস্থান। এমনকি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডসহ পুরো হাসপাতাল ও কলেজের একাধিক চিকিৎসক ও নার্স ইতোমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। পুরো দক্ষিণাঞ্চল জুড়েই একই চিত্র। রোগীরা তাদের প্রকৃত রোগ গোপন করে চিকিৎসা নেয়ায় ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন।

গত মঙ্গলবার বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল ৮৪। আর সোমবারে সংখ্যাটা ছিল ১৩৩। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে আরও ২৬ জনসহ মোট সুস্থ হয়েছেন প্রায় পৌনে ৫শ’।

গতকাল দুপুর পর্যন্ত নতুন করে আরও ৯৩ জন শনাক্ত হবার ফলে দক্ষিণাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ শ’তে পৌঁছেছে। যারমধ্যে ১ হাজার ৫৭ জন আক্রান্ত নিয়ে বরিশালের অবস্থান শীর্ষে। এ জেলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। অপরদিকে ২৪ ঘণ্টায় নতুন আরও ৩ জনসহ ১৯৯ আক্রান্ত নিয়ে পটুয়াখালীর অবস্থান দ্বিতীয়। এখানে মৃত্যু হয়েছে ১০ জনের। দ্বীপ জেলা ভোলাতে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১৫৯। মৃত্যু হয়েছে দু’জনের। পিরোজপুরে নতুন ৬ জনসহ মোট আক্রান্ত ১৩৩। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৩ জনের। ছোট জেলা বরগুনাতে নতুন করে ৪ জনসহ মোট আক্রান্ত ১৪৫। মৃত্যু হয়েছে দু’জনের। আর ৪টি উপজেলার ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় ১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১০১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।

তবে গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন কোন রোগী ভর্তি না হলেও ৫ জন সুস্থ হয়ে ঘরে ফেরায় বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। আর এ সময়ে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে ১১ জন নতুন রোগী ভর্তি ও ১২ জন ছাড়পত্র লাভ করায় এখনও চিকিৎসাধীন আছেন ৪৩ জন।