লোক দেখানো সেবা নয়

করোনার আগ্রাসন যখন সমগ্র বাংলাদেশে তখন প্রত্যন্ত এলাকার মানুষ ধুঁকছে দারিদ্রতার কষাঘাতে। সর্বগ্রাসী করোনা সীমিত করে দিয়েছে মানুষের আয়-রোজগারের ক্ষেত্র। ভয়াবহ বিপর্যয় কি আসছে মানুষের জন্য- অনিশ্চয়তা আর দুশ্চিন্তা তাই শক্ত বাসা গেড়েছে সবার মনে। প্রথমত, সহায় সম্বলহীন মানুষগুলো ক্ষুধা ও অভাবের তাড়নায় করোনা ভাইরাসের ভয়াবহতা উপেক্ষা করে এদিক ওদিক ছুটছে কাজ বা ত্রাণ পাওয়ার আশায়।

এরা দীর্ঘদিন ধরে শুনে আসছে সরকারি বেসরকারি ত্রাণের কথা। অথচ এলাকার মেম্বার, চেয়ারম্যানদের নিকট গেলে ত্রাণ নেই, সরকারি চাল-ডাল শেষ হয়ে গেছে এমন কথা তাদের শুনতে হয়। কোথাও ঋণ বা ধারে টাকা, চাল পাওয়া ও যাচ্ছে না। কোন এনজিও, সরকারি বেসরকারি সংস্থা তাদের দিকে তাকাচ্ছেই না। স্বল্প পরিমানে যা দিচ্ছে তাও লোক দেখানো। দারিদ্র্যপীড়িত এসব মানুষ পুরোপুরি বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে।

লোকদেখানো ত্রাণসামগ্রী আরও হতাশ করছে মানুষকে। সরকারের প্রতি অনুরোধ থাকবে প্রতিটি এলাকায় দারিদ্র্যের কষাঘাতে নিমজ্জিত দরিদ্র ও মধ্যবিত্তদের নিয়মিত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখুন। তা না হলে বিপর্যয় বাড়বে।

প্রদীপ কুমার দেবনাথ

বুধবার, ১৯ মে ২০২১ , ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ৬ শাওয়াল ১৪৪২

লোক দেখানো সেবা নয়

করোনার আগ্রাসন যখন সমগ্র বাংলাদেশে তখন প্রত্যন্ত এলাকার মানুষ ধুঁকছে দারিদ্রতার কষাঘাতে। সর্বগ্রাসী করোনা সীমিত করে দিয়েছে মানুষের আয়-রোজগারের ক্ষেত্র। ভয়াবহ বিপর্যয় কি আসছে মানুষের জন্য- অনিশ্চয়তা আর দুশ্চিন্তা তাই শক্ত বাসা গেড়েছে সবার মনে। প্রথমত, সহায় সম্বলহীন মানুষগুলো ক্ষুধা ও অভাবের তাড়নায় করোনা ভাইরাসের ভয়াবহতা উপেক্ষা করে এদিক ওদিক ছুটছে কাজ বা ত্রাণ পাওয়ার আশায়।

এরা দীর্ঘদিন ধরে শুনে আসছে সরকারি বেসরকারি ত্রাণের কথা। অথচ এলাকার মেম্বার, চেয়ারম্যানদের নিকট গেলে ত্রাণ নেই, সরকারি চাল-ডাল শেষ হয়ে গেছে এমন কথা তাদের শুনতে হয়। কোথাও ঋণ বা ধারে টাকা, চাল পাওয়া ও যাচ্ছে না। কোন এনজিও, সরকারি বেসরকারি সংস্থা তাদের দিকে তাকাচ্ছেই না। স্বল্প পরিমানে যা দিচ্ছে তাও লোক দেখানো। দারিদ্র্যপীড়িত এসব মানুষ পুরোপুরি বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে।

লোকদেখানো ত্রাণসামগ্রী আরও হতাশ করছে মানুষকে। সরকারের প্রতি অনুরোধ থাকবে প্রতিটি এলাকায় দারিদ্র্যের কষাঘাতে নিমজ্জিত দরিদ্র ও মধ্যবিত্তদের নিয়মিত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখুন। তা না হলে বিপর্যয় বাড়বে।

প্রদীপ কুমার দেবনাথ