মায়ের প্রতি ভালোবাসা

‘মা’ শব্দটি ছোট হলেও এই শব্দ দিয়েই বুলি ফুটে আমাদের। মমতাময়ী মা-ই একমাত্র তার সন্তানদের সব অভিব্যক্তি বুঝতে পারে। শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত একজন মানুষ একমাত্র মায়ের কাছেই ছোট থাকে। মায়ের হাত ধরে চলা, মায়ের ভাষায় কথা বলা, ছোট থেকে বড় হওয়াসহ সব কিছুতেই মায়ের ভূমিকা অপরিসীম। কাউকে বলতে না পারা কথা মাকে বলে শান্তি অনুভব করা যায়। কোথাও কোন ভরসা না পেলে মা-ই আমাদের শেষ ভরসা হয়। সন্তানের সুখ-দুঃখের ভাগিদার হয় একমাত্র মমতাময়ী মা। আর সেই মাকে আমরা জানা-অজানা কত কষ্টই না দিই, তবুও মা সব ভুলে নিজ সন্তানকে বুকে আগলে রাখে।

মায়েরা আমাদের লালন-পালন করেছে আমরাও যেন তাদের শেষ বয়সের সেবা করতে পারি। মা-বাবাকে ভালো চোখে দেখি, তাদের সঠিক যতœ নিই। এতেই মা অনেক খুশিতে থাকবে, আনন্দে থাকবে। আমরা অনেকের প্রতিই ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করি। কিন্তু মা-বাবাকে ‘ভালোবাসি’ শব্দটি পর্যন্ত বলতে পারি না।

আলতাফ হোসেন হৃদয় খান

বুধবার, ১১ মে ২০২২ , ২৮ বৈশাখ ১৪২৮ ০৮ শাওয়াল ১৪৪৩

মায়ের প্রতি ভালোবাসা

‘মা’ শব্দটি ছোট হলেও এই শব্দ দিয়েই বুলি ফুটে আমাদের। মমতাময়ী মা-ই একমাত্র তার সন্তানদের সব অভিব্যক্তি বুঝতে পারে। শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত একজন মানুষ একমাত্র মায়ের কাছেই ছোট থাকে। মায়ের হাত ধরে চলা, মায়ের ভাষায় কথা বলা, ছোট থেকে বড় হওয়াসহ সব কিছুতেই মায়ের ভূমিকা অপরিসীম। কাউকে বলতে না পারা কথা মাকে বলে শান্তি অনুভব করা যায়। কোথাও কোন ভরসা না পেলে মা-ই আমাদের শেষ ভরসা হয়। সন্তানের সুখ-দুঃখের ভাগিদার হয় একমাত্র মমতাময়ী মা। আর সেই মাকে আমরা জানা-অজানা কত কষ্টই না দিই, তবুও মা সব ভুলে নিজ সন্তানকে বুকে আগলে রাখে।

মায়েরা আমাদের লালন-পালন করেছে আমরাও যেন তাদের শেষ বয়সের সেবা করতে পারি। মা-বাবাকে ভালো চোখে দেখি, তাদের সঠিক যতœ নিই। এতেই মা অনেক খুশিতে থাকবে, আনন্দে থাকবে। আমরা অনেকের প্রতিই ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করি। কিন্তু মা-বাবাকে ‘ভালোবাসি’ শব্দটি পর্যন্ত বলতে পারি না।

আলতাফ হোসেন হৃদয় খান