জেলিফিশ রক্ষায় পদক্ষেপ নিন

জেলিফিশ এক ধরনের অমেরুদন্ডী প্রাণী, যাদের পৃথিবীর সব মহাসাগরে দেখতে পাওয়া যায়। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়।

সমুদ্র সৈকতের বেলাভূমে ভেসে আসছে অনেক মৃত জেলিফিশ। আটকে থাকা জেলিফিশগুলো পচে-গলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। সমুদ্র সৈকতের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে জেলিফিশগুলো ছড়িয়ে-ছিটিয়ে আটকে যাচ্ছে। জেলিফিশগুলো এখনই সংগ্রহ করে মাটি চাপা দেওয়ার উদ্যোগ না নিলে দুর্গন্ধে সৈকতের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সাগরে জাল পাতলে ধরা পড়ছে জেলিফিশ।

জলবায়ুর দ্রুত পরিবর্তনজনিত কারণে জেলিফিশের অভয়াশ্রম বাস অনুপযোগী হওয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। জেলফিস রক্ষায় পদক্ষেপ নিতে হবে আর জেলফিস সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

সাঈমা আক্তার

বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ , ০৪ মাঘ ১৪২৯, ২৫ জমাদিউল সানি ১৪৪৪

জেলিফিশ রক্ষায় পদক্ষেপ নিন

image

জেলিফিশ এক ধরনের অমেরুদন্ডী প্রাণী, যাদের পৃথিবীর সব মহাসাগরে দেখতে পাওয়া যায়। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়।

সমুদ্র সৈকতের বেলাভূমে ভেসে আসছে অনেক মৃত জেলিফিশ। আটকে থাকা জেলিফিশগুলো পচে-গলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। সমুদ্র সৈকতের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে জেলিফিশগুলো ছড়িয়ে-ছিটিয়ে আটকে যাচ্ছে। জেলিফিশগুলো এখনই সংগ্রহ করে মাটি চাপা দেওয়ার উদ্যোগ না নিলে দুর্গন্ধে সৈকতের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সাগরে জাল পাতলে ধরা পড়ছে জেলিফিশ।

জলবায়ুর দ্রুত পরিবর্তনজনিত কারণে জেলিফিশের অভয়াশ্রম বাস অনুপযোগী হওয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। জেলফিস রক্ষায় পদক্ষেপ নিতে হবে আর জেলফিস সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

সাঈমা আক্তার