প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হলেন ড. কায়কাউস

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। অপর আদেশে চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানকে ৩০ ডিসেম্বর থেকে অবসর দেয়া হয়েছে।

ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন এবং ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি তাকে সিনিয়র সচিব করে সরকার। ড. কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছেন। তিনি আবাসন পরিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

অর্থনীতির ছাত্র আহমদ কায়কাউস মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়াম কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ‘পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি’র ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে কলিন কাউন্টি কলেজে, আমেরিকান ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। ড. আহমদ কায়কাউস বিসিএস একাডেমির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টেনিং সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমন্ত্রিত বক্তা হিসেবে নিয়মিত বক্তব্য রাখতেন।

আরও খবর
সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করার কাজ করছে সরকার প্রধানমন্ত্রী
পূর্ণ প্যানেলে জয়ের ব্যাপারে আশাবাদী নীল দল
স্বাস্থ্য খাতের সিস্টেম বদলাতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা ওআইসির ইয়ুথ রাজধানী
স্বর্ণার মৃত্যুর কারণ গণধর্ষণ
ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে থাকার ঘোষণা ঐক্যফ্রন্টের
ব্যয়ের নামে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ
মহাসড়কে নসিমন-করিমন বন্ধের সুপারিশ
বিজ্ঞান লেখক নাদিরা মজুমদার পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৬
ছায়ানটে দৃষ্টিনন্দন ধ্রুপদী নাচ
‘ক্ষুদে শিল্পী’ প্রতিযোগীদের পুরস্কার প্রদান
প্রথম পর্যায়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাকরিচ্যুতির প্রতিশোধ নিতে ও টাকা লুট
ফের অনশনে রাজশাহী পাটকল শ্রমিকরা
ছাদ ধসে হতাহতের ঘটনায় মামলা হয়নি তিন দিনেও
বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এমডি অবরুদ্ধ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ , ১৫ পৌষ ১৪২৬, ২ জমাদিউল আউয়াল ১৪৪১

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হলেন ড. কায়কাউস

নিজস্ব বার্তা পরিবেশক |

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। অপর আদেশে চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানকে ৩০ ডিসেম্বর থেকে অবসর দেয়া হয়েছে।

ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন এবং ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি তাকে সিনিয়র সচিব করে সরকার। ড. কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছেন। তিনি আবাসন পরিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

অর্থনীতির ছাত্র আহমদ কায়কাউস মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়াম কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ‘পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি’র ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে কলিন কাউন্টি কলেজে, আমেরিকান ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। ড. আহমদ কায়কাউস বিসিএস একাডেমির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টেনিং সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমন্ত্রিত বক্তা হিসেবে নিয়মিত বক্তব্য রাখতেন।