ভোজ্যতেলের আকাশ ছোঁয়া দাম

করোনার এই ক্রান্তিলগ্নে দেশে যে হারে লাফিয়ে লাফিয়ে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে যা কন্ট্রোল বা মনিটরিং করার মতো কেউ নেই। অনেকদিন থেকে চাল, ডাল, পেঁয়াজ ইত্যাদি’র সঙ্গে পাল্লা দিয়ে ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলছে তা বাণিজ্য মন্ত্রণালয় ভ্রুক্ষেপ করছে না। বরং চাহিদার তুলনায় একেবারে অল্প ট্রাকে টিসিবি যে মালামাল রাস্তায় রাস্তায় বিক্রি করছে তাতে জনগণের চাহিদার একভাগও পূরণ হচ্ছে না।

টিসিবির পণ্য কেনার জন্য গরিব বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টিতে ভিজে লাইনে অপেক্ষা করতে দেখা যায়। মানুষকে কষ্ট ও দুর্ভোগ দিয়ে চাহিদামতো মালামাল সরবরাহ না করাটাও এক ধরনের অমানবিক। মহামারীতে কার্যত ঘন ঘন লকডাউনে বাজার আগুন হয়ে চলায় সাধারণ মানুষের পক্ষে বাজার করাই মুশকিল হয়ে পড়েছে। তেলের দাম যেভাবে বেড়েই চলছে তাতে মাসে তেল খরচ আরও কমিয়ে শুধু সেদ্ধ খাওয়ার কথা ভাবছেন দেশের গরিব মধ্যবিত্ত পরিবার।

ভোজ্য তেলের মজুতদারি কালোবাজারি দামের ফাটকা কারবার শতভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমান ভোজ্যতেলের আকাশ ছোঁয়া দাম মজুতদারি কালোবাজারির রমরমা ব্যবসা অনিবার্য করে তুলছে। আশাকরি সরকার গরিব ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ ও কষ্ট লাগবের জন্য ভোজ্যতেলের দাম কমিয়ে আনতে সচেষ্ট হবেন। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কেও যথাযত পদক্ষেপ নিতে হবে।

মাহবুবউদ্দিন চৌধুরী

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

ভোজ্যতেলের আকাশ ছোঁয়া দাম

image

করোনার এই ক্রান্তিলগ্নে দেশে যে হারে লাফিয়ে লাফিয়ে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে যা কন্ট্রোল বা মনিটরিং করার মতো কেউ নেই। অনেকদিন থেকে চাল, ডাল, পেঁয়াজ ইত্যাদি’র সঙ্গে পাল্লা দিয়ে ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলছে তা বাণিজ্য মন্ত্রণালয় ভ্রুক্ষেপ করছে না। বরং চাহিদার তুলনায় একেবারে অল্প ট্রাকে টিসিবি যে মালামাল রাস্তায় রাস্তায় বিক্রি করছে তাতে জনগণের চাহিদার একভাগও পূরণ হচ্ছে না।

টিসিবির পণ্য কেনার জন্য গরিব বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টিতে ভিজে লাইনে অপেক্ষা করতে দেখা যায়। মানুষকে কষ্ট ও দুর্ভোগ দিয়ে চাহিদামতো মালামাল সরবরাহ না করাটাও এক ধরনের অমানবিক। মহামারীতে কার্যত ঘন ঘন লকডাউনে বাজার আগুন হয়ে চলায় সাধারণ মানুষের পক্ষে বাজার করাই মুশকিল হয়ে পড়েছে। তেলের দাম যেভাবে বেড়েই চলছে তাতে মাসে তেল খরচ আরও কমিয়ে শুধু সেদ্ধ খাওয়ার কথা ভাবছেন দেশের গরিব মধ্যবিত্ত পরিবার।

ভোজ্য তেলের মজুতদারি কালোবাজারি দামের ফাটকা কারবার শতভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমান ভোজ্যতেলের আকাশ ছোঁয়া দাম মজুতদারি কালোবাজারির রমরমা ব্যবসা অনিবার্য করে তুলছে। আশাকরি সরকার গরিব ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ ও কষ্ট লাগবের জন্য ভোজ্যতেলের দাম কমিয়ে আনতে সচেষ্ট হবেন। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কেও যথাযত পদক্ষেপ নিতে হবে।

মাহবুবউদ্দিন চৌধুরী