ময়মনসিংহের আলোচিত সমালোচিত ঘটনা

ময়মনসিংহ মহানগরীর পাটগুদাম ব্রিজের কাছে একটি লাল রঙের পরিত্যক্ত লাগেজ থেকে হাত-পা ও মাথাবিহীন এক তরুণের মরদেহ উদ্ধারের বিষয়টি বিভাগকে ছাপিয়ে সারাদেশেই আলোচিত হয়ে ওঠে। বছরের অক্টোবর মাসের ২১ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা লাগেজটি খুলে ভেতরে পলিথিনে প্যাঁচিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে রাখা দেহাংশটি দেখতে পান। এর আগের দিন ২০ অক্টোবর বেলা ১১টা থেকে লাল রঙের একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায়। পরে ওই ট্রাফিক কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতরে বিস্ফোরক থাকার সন্দেহে লাগেজটি বালুর বস্তা দিয়ে ঘিরে রাখে এবং টেপ দিয়ে স্থানটি কর্ডন করে রাখে। রাতেই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এবং র‌্যাবের সিইও লে. কর্নেল এফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। টিভিসহ গণমাধ্যমে খবরটি প্রচারিত হলে সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষ টিম এসে লাগেজটি খুলে সেখান থেকে খণ্ডিত মানুষের লাশ উদ্ধার করেন। এক ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামের পুলিশ সুপার সদর উপজেলায় একটি পা উদ্ধারের খবর জানায়। পরদিন দশ কিলোমিটার দূরে কুড়িগ্রামের রাজাপুরে একটি ব্যাগে কাটা পা, দুটি হাত ও ভ্যানেটি ব্যাগে একটি চিরকুটসহ মাথা পাওয়ার খবর জানায়। ঘটনাটি দেশজুড়ে আলোচিত : পৃষ্ঠা : ১৫ ক : ৬

আলোচিত : সমালোচিত

(১৬ পৃষ্ঠার পর)

চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সর্বত্রই ভীতির সঞ্চার করে।

সেখানে পড়ে থাকা একটি বেনিটি ব্যাগের ভেতরে ছোট একটি চিরকুট পায় পুলিশ। সেই চিরকুটের মোবাইল নম্বরের সূত্র ধরে ডিবি পুলিশ নিহত ব্যক্তির পরিচয় ও খুনের কারণ উদ্ধার করতে সক্ষম হয়। সেই সঙ্গে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করেন। পরে ফারুক মিয়া (২৫), হৃদয় মিয়া (২০), সাবিনা আক্তার (১৮) ও মৌসুমি আক্তার (২২) চারজনকে গ্রেফতার করেন। ফারুক, হৃদয় এবং সাবিনা তারা ভাইবোন এবং মৌসুমি ফারুকের স্ত্রী। নিহত যুবকের নাম বকুল হোসেন। তার নামে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হুগলা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে বকুল প্রতিবেশি বাবুল মিয়ার কন্যা গার্মেন্টসকর্মী সাবিনা আক্তারকে (১৮) ভালোবাসতো। সাবিনার বিয়ে হয়ে যাবার পরও বকুল তাকে উত্ত্যক্ত করছিল। প্রেমঘটিত ঘটনায় সে হত্যার শিকার হয়। এর জেরেই বকুলকে হত্যার পর পলিথিনে মুড়িয়ে দুটি ট্রলি ব্যাগে ভর্তি করে চারজনই ময়মনসিংহে এসে পাটগোদাম ব্রহ্মপুত্র নদের ব্রিজের পাশে লাল ট্রলি লাগেজটি রেখে যায়। অন্য লাগেজটি সাবিনা ও মৌসুমী কুড়িগ্রামের দুটি পৃথক স্থানে ফেলে রেখে গাজীপুরে ফিরে আসে। গ্রেফতারকৃত চারজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ নিয়ে জেলা পুলিশ সংবাদ সম্মেলন করেন। ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের ভাষ্য অনুযায়ী, এটা তার জীবনের ‘সেরা ডিটেকশন’।

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন প্রথম নির্বাচন

ময়মনসিংহ বিভাগ হওয়ার পর বিগত বছরের শুরুতেই অন্যতম আলোচিত বিষয় ছিল নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের বিষয়টি।

দেশের ১২তম এ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচন বিদায়ী বছরের ৫ মে অনুষ্ঠিত হয়। অন্যদের পাশাপাশি এ নির্বাচনের একটি বিশেষত্ব ছিল যে, দেশে প্রথম বাবের মতো কোন ইলেকশনে সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বভাবতই নতুন সিটি করপোরেশন, প্রথম নির্বাচন এবং নতুন ইভিএম পদ্ধতি সব মিলে বছরের শুরুতেই বিষয়টি সব মহলে ব্যাপক কৌতুহল উদ্দীপক ও আলোচিত ছিল।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। বৈধ প্রার্থী হিসেবে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান ময়মনসিংহের প্রথম মেয়র হিসেবে টিটুর নাম ঘোষণা করেন।

নবগঠিত এ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। নির্বাচন উপলক্ষে বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এলাকা নির্ধারণ করে দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করা হয়।

এর আগে ২০১৮ সালের ১৫ অক্টোবর সরকার গেজেট প্রকাশ করে । নতুন এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি করপোরেশনে মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১

বিদায়ী বছরের সালতামামি টানলে ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহতের বিষয়টি আলোচিত বিষয়ের তালিকায় ওঠে আসে। প্রায় সারাবছর জুড়েই ময়মনসিংহে বন্দুক যুদ্ধের বিষয়টি খবর হয়ে ওঠে এসেছে বিভিন্ন মিডিয়ায়। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে নানা গুঞ্জন ছিল। পুলিশের দাবি, নিহতরা চিহ্নিত মাদক কারবারী। প্রত্যেকের নামে মাদক ও বিস্ফোরকসহ ৫ থেকে ১০টি মামলা ছিল। কথিত বন্দুকযুদ্ধে নগরীর ত্রিশালে বাসস্ট্যান্ড এলাকায় মাদককারবারী রশিদ, কালিবাড়ি পুরাতন গুদারাঘাট বালুচরে লালু মিয়া, নান্দাইলে হজরত আলী, ঈশ্বরগঞ্জে মো. মোস্তফা ও আবদুর রশিদ, ময়মনসিংহ সদর উপজেলায় জনি মিয়া, নগরীর বাইপাস সড়ক সংলগ্ন নিজামনগরে সজল মিয়া, তারাকান্দায় আবদুল করিম, ফুলবাড়িয়ায় তরুণী গণধর্ষণ মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম, গফরগাঁওয়ে অটোরিকসা চালক সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছ উদ্দিন, ময়মনসিংহ নগরীর বাদেকল্পায় আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য খলিল নিহত হয়।

সর্বশেষ গত ১১ ডিসেম্বর রাতে জেলার ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রশিদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন। পুলিশ জানায়, আবদুর রশিদ ১৩টি মাদক মামলার আসামি। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে ১১দিন পর উদ্ধার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করে পুলিশ। কে বা কারা চট্টগ্রামে নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে তারাকান্দা উপজেলার বটতলা মধুপুর এলাকার জামিল অটো রাইস মিলের সামনের রাস্তায় রেখে যায়। এরপর সৌরভ ওই মিলে গিয়ে নিজের পরিচয় দিলে মিলের ম্যানেজার সমীর সৌরভের পরিবারকে খবর দেন। পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলে চট্টগ্রাম এন্টিটেরিরিজম ইউনিটের ডিসি ময়মনসিংহের পুলিশ সুপারকে ফোন করে জানালে তিনি নিজে সৌরভকে উদ্ধার করেন। ১১ দিন সৌরভ কোথায় ছিল, কীভাবে ছিল এমন প্রশ্নের কোন জবাব মেলেনি। গত ৯ জুন চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের আগোরার সামনে থেকে সৌরভ অপহৃত হন। গত শনিবার নিজের ভরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী সোহেল তাজ এমনই অভিযোগ করেন। একই অভিযোগ করে ভাগ্নেকে অক্ষত ও জীবিত অবস্থায় ফেরত চেয়ে ঢাকা রিপোটার্স ইউনিটে এক সংবাদ সম্মেলন করেন তিনি। এ ঘটনা সারাদেশেই আলোচনার বিষয় হয়েছিল।

সৌদি নাগরিকের মৃত্যু

গত বছরের ৭ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা গ্রামের এক বাড়ি থেকে আল দাউসারী নাসের ফালেহ (৪৭) নামে ভিসা ব্যবসায়ী এক সৌদি নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যু নিয়ে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। অতিরিক্ত মদ পানে সৌদি নাগরিকের মৃত্যু হয় বলে পুলিশের ধারণা। তার মৃত্যুরহস্য উদ্ঘাটনে তদন্ত এখনও চলছে।

প্রতিমা বিসর্জনে নাচানাচির সময় খুন

গত ৭ অক্টোবর রাত সোয়া ন’টার দিকে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় নগরীর গোলপুকুরপাড় এলাকায় শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজ ছাত্র খুন হওয়ার ঘটনাটি ছিল ‘টক অব দ্যা সিটি’। প্রতিমা বিসর্জনের প্রস্তুতির প্রাক্কালে তিনটি গ্রুপের নাচনাচির সময় মাহিন গ্রুপের সঙ্গে আবির গ্রুপের ধাক্কাধাক্কি হয়। এ সময় মাহিন তার পড়নের প্যান্টের পকেট থেকে ‘সুইজ গিয়ার চাকু’ বের করে শাওনের বুকে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় শাওনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন ভট্টাচার্যের খুনিদের ফাঁসির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহপাঠীরা।

ভুটানের প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন

১৪ এপ্রিল ময়মনসিংহে আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তিনি ময়মনসিংহে মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। শিক্ষা জীবন কেটেছে এই শহরে। তাই তিনি দীর্ঘদিন পড়ে এসে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পূরনো বন্ধুদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন। লোটে শেরিং ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি এমবিবিএস কোর্স শেষ করে আরও একটি প্রশিক্ষণ নেন ময়মনসিংহে। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলেন। সেই স্মৃতি থেকেই তার ময়মনসিংহ মেডিকেল কলেজে সফরে আসা। দীর্ঘ ২০ বছর পর নিজের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে আসেন তিনি। এরপর আরেকটি অনুষ্ঠানে নিজের ৭৭ জন সহপাঠীর সঙ্গে আলাদা করে আড্ডা দেন তিনি। প্রাণখুলে অতীত স্মৃতির ডালি মেলে ধরেন। তিনি যে এই শহরেই থাকতেন এবং এখানেই পড়ালেখা করেছেন সেই বিষয়টি তিনি আসার পরই ব্যাপকভাবে আলোচিত হয়। এ ঘটনাটি বিদায়ী বছরের অন্যতম ঘটনা।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

গত ৮ অক্টোবর ময়মনসিংহ সফরে আসেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কংগাল সাংমা। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীসহ প্রতিনিধি দল ঢাকায় ও সিলেটে একাধিক যৌথসভায় অংশগ্রহণ শেষে ময়মনসিংহের ডালু সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন।

ফুটবল কন্যাদের স্কুলে আগুন

বাংলাদেশ নারী ফুটবলারদের মাঝে আলোচিত কলসিন্দুরের ফুটবল কন্যা মারিয়া মান্দা, সানজিদা, মার্জিয়া, তহুরাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি দুর্বৃত্তের দেয়া আগুনের ঘটনা হিসেবে চিহ্নিত হলেও প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়নি। বিষয়টি বিদায়ী বছরে ব্যাপক আলোচিত ছিল।

আগুনে বিদ্যালয়ের শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সনদপত্র, মেডেল, রেজুলেশন বই, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অনেক কাগজ পুড়ে গেছে বলে স্কুল কর্তৃপক্ষ জানায়। এ ছাড়াও একটি পেনড্রাইভ নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম হয়।

ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু

দীর্ঘদিনের দাবির পর বহুকাক্সিক্ষত পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজ এ বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়। এটি ময়মনসিংহ অঞ্চলের জন্য ২০১৯ সালের একটি আলোচিত ঘটনা ছিল। পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের উদ্দেশ্যে হচ্ছে, সারাবছর যাতে এ নদে নাব্যতা বজায় থাকে। নদে যাতে সারাবছর যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করতে পারে। পাশাপাশি স্থানীয় কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়নে ব্রহ্মপুত্র নদ যেন ভূমিকা রাখতে পারে। নদ খননের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডসিব্লউটিএ)। প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের মোট ২২৭ কিলোমিটার অংশ খনন করা হবে। এই ২২৭ কিলোমিটারের বিস্তৃতি জামালপুরে ব্রহ্মপুত্রের উৎসমুখ থেকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার টোক এলাকা পর্যন্ত। প্রকল্পের কাজে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৩ কোটি টাকা।

image
আরও খবর
সিটি নির্বাচন বিতর্কিত করাই বিএনপির উদ্দেশ্য তথ্যমন্ত্রী
১১৮ জনকে পিপিএম ও বিপিএম পদক দেয়া হচ্ছে
বিশ্ব ইজতেমা তুরাগ তীরে ১০ জানুয়ারি শুরু স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকবে না পরিকল্পনামন্ত্রী
না’গঞ্জ পুলিশের একযোগে ৪৮ জনের বদলি
জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কার
খুবি প্রশাসন ভবনে তালা
শালিস বৈঠকে বৃদ্ধা হত্যা
নিউইয়র্কে এটিভির লোগো উন্মোচন
রোহিঙ্গা গণহত্যার ওপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুরু আজ
‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ম্যুরাল উদ্বোধন
শওকত ওসমান গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক
নতুন বছরে কলেজ-মাদ্রাসা ৮০ দিন বন্ধ থাকবে
এক হাজতখানায় বন্দী নারী-পুরুষ
আগুনে পুড়ে মৃত্যু সাংবাদিক পুত্রের

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

ময়মনসিংহের আলোচিত সমালোচিত ঘটনা

শরীফুজ্জামান টিটু, ময়মনসিংহ ও ইদ্রিছ আলী, মুক্তাগাছা

image

ময়মনসিংহ মহানগরীর পাটগুদাম ব্রিজের কাছে একটি লাল রঙের পরিত্যক্ত লাগেজ থেকে হাত-পা ও মাথাবিহীন এক তরুণের মরদেহ উদ্ধারের বিষয়টি বিভাগকে ছাপিয়ে সারাদেশেই আলোচিত হয়ে ওঠে। বছরের অক্টোবর মাসের ২১ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা লাগেজটি খুলে ভেতরে পলিথিনে প্যাঁচিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে রাখা দেহাংশটি দেখতে পান। এর আগের দিন ২০ অক্টোবর বেলা ১১টা থেকে লাল রঙের একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায়। পরে ওই ট্রাফিক কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতরে বিস্ফোরক থাকার সন্দেহে লাগেজটি বালুর বস্তা দিয়ে ঘিরে রাখে এবং টেপ দিয়ে স্থানটি কর্ডন করে রাখে। রাতেই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এবং র‌্যাবের সিইও লে. কর্নেল এফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। টিভিসহ গণমাধ্যমে খবরটি প্রচারিত হলে সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষ টিম এসে লাগেজটি খুলে সেখান থেকে খণ্ডিত মানুষের লাশ উদ্ধার করেন। এক ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামের পুলিশ সুপার সদর উপজেলায় একটি পা উদ্ধারের খবর জানায়। পরদিন দশ কিলোমিটার দূরে কুড়িগ্রামের রাজাপুরে একটি ব্যাগে কাটা পা, দুটি হাত ও ভ্যানেটি ব্যাগে একটি চিরকুটসহ মাথা পাওয়ার খবর জানায়। ঘটনাটি দেশজুড়ে আলোচিত : পৃষ্ঠা : ১৫ ক : ৬

আলোচিত : সমালোচিত

(১৬ পৃষ্ঠার পর)

চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সর্বত্রই ভীতির সঞ্চার করে।

সেখানে পড়ে থাকা একটি বেনিটি ব্যাগের ভেতরে ছোট একটি চিরকুট পায় পুলিশ। সেই চিরকুটের মোবাইল নম্বরের সূত্র ধরে ডিবি পুলিশ নিহত ব্যক্তির পরিচয় ও খুনের কারণ উদ্ধার করতে সক্ষম হয়। সেই সঙ্গে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করেন। পরে ফারুক মিয়া (২৫), হৃদয় মিয়া (২০), সাবিনা আক্তার (১৮) ও মৌসুমি আক্তার (২২) চারজনকে গ্রেফতার করেন। ফারুক, হৃদয় এবং সাবিনা তারা ভাইবোন এবং মৌসুমি ফারুকের স্ত্রী। নিহত যুবকের নাম বকুল হোসেন। তার নামে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হুগলা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে বকুল প্রতিবেশি বাবুল মিয়ার কন্যা গার্মেন্টসকর্মী সাবিনা আক্তারকে (১৮) ভালোবাসতো। সাবিনার বিয়ে হয়ে যাবার পরও বকুল তাকে উত্ত্যক্ত করছিল। প্রেমঘটিত ঘটনায় সে হত্যার শিকার হয়। এর জেরেই বকুলকে হত্যার পর পলিথিনে মুড়িয়ে দুটি ট্রলি ব্যাগে ভর্তি করে চারজনই ময়মনসিংহে এসে পাটগোদাম ব্রহ্মপুত্র নদের ব্রিজের পাশে লাল ট্রলি লাগেজটি রেখে যায়। অন্য লাগেজটি সাবিনা ও মৌসুমী কুড়িগ্রামের দুটি পৃথক স্থানে ফেলে রেখে গাজীপুরে ফিরে আসে। গ্রেফতারকৃত চারজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ নিয়ে জেলা পুলিশ সংবাদ সম্মেলন করেন। ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের ভাষ্য অনুযায়ী, এটা তার জীবনের ‘সেরা ডিটেকশন’।

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন প্রথম নির্বাচন

ময়মনসিংহ বিভাগ হওয়ার পর বিগত বছরের শুরুতেই অন্যতম আলোচিত বিষয় ছিল নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের বিষয়টি।

দেশের ১২তম এ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচন বিদায়ী বছরের ৫ মে অনুষ্ঠিত হয়। অন্যদের পাশাপাশি এ নির্বাচনের একটি বিশেষত্ব ছিল যে, দেশে প্রথম বাবের মতো কোন ইলেকশনে সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বভাবতই নতুন সিটি করপোরেশন, প্রথম নির্বাচন এবং নতুন ইভিএম পদ্ধতি সব মিলে বছরের শুরুতেই বিষয়টি সব মহলে ব্যাপক কৌতুহল উদ্দীপক ও আলোচিত ছিল।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। বৈধ প্রার্থী হিসেবে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান ময়মনসিংহের প্রথম মেয়র হিসেবে টিটুর নাম ঘোষণা করেন।

নবগঠিত এ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। নির্বাচন উপলক্ষে বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এলাকা নির্ধারণ করে দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করা হয়।

এর আগে ২০১৮ সালের ১৫ অক্টোবর সরকার গেজেট প্রকাশ করে । নতুন এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি করপোরেশনে মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১

বিদায়ী বছরের সালতামামি টানলে ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহতের বিষয়টি আলোচিত বিষয়ের তালিকায় ওঠে আসে। প্রায় সারাবছর জুড়েই ময়মনসিংহে বন্দুক যুদ্ধের বিষয়টি খবর হয়ে ওঠে এসেছে বিভিন্ন মিডিয়ায়। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে নানা গুঞ্জন ছিল। পুলিশের দাবি, নিহতরা চিহ্নিত মাদক কারবারী। প্রত্যেকের নামে মাদক ও বিস্ফোরকসহ ৫ থেকে ১০টি মামলা ছিল। কথিত বন্দুকযুদ্ধে নগরীর ত্রিশালে বাসস্ট্যান্ড এলাকায় মাদককারবারী রশিদ, কালিবাড়ি পুরাতন গুদারাঘাট বালুচরে লালু মিয়া, নান্দাইলে হজরত আলী, ঈশ্বরগঞ্জে মো. মোস্তফা ও আবদুর রশিদ, ময়মনসিংহ সদর উপজেলায় জনি মিয়া, নগরীর বাইপাস সড়ক সংলগ্ন নিজামনগরে সজল মিয়া, তারাকান্দায় আবদুল করিম, ফুলবাড়িয়ায় তরুণী গণধর্ষণ মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম, গফরগাঁওয়ে অটোরিকসা চালক সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছ উদ্দিন, ময়মনসিংহ নগরীর বাদেকল্পায় আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য খলিল নিহত হয়।

সর্বশেষ গত ১১ ডিসেম্বর রাতে জেলার ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রশিদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন। পুলিশ জানায়, আবদুর রশিদ ১৩টি মাদক মামলার আসামি। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে ১১দিন পর উদ্ধার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করে পুলিশ। কে বা কারা চট্টগ্রামে নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে তারাকান্দা উপজেলার বটতলা মধুপুর এলাকার জামিল অটো রাইস মিলের সামনের রাস্তায় রেখে যায়। এরপর সৌরভ ওই মিলে গিয়ে নিজের পরিচয় দিলে মিলের ম্যানেজার সমীর সৌরভের পরিবারকে খবর দেন। পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলে চট্টগ্রাম এন্টিটেরিরিজম ইউনিটের ডিসি ময়মনসিংহের পুলিশ সুপারকে ফোন করে জানালে তিনি নিজে সৌরভকে উদ্ধার করেন। ১১ দিন সৌরভ কোথায় ছিল, কীভাবে ছিল এমন প্রশ্নের কোন জবাব মেলেনি। গত ৯ জুন চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের আগোরার সামনে থেকে সৌরভ অপহৃত হন। গত শনিবার নিজের ভরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী সোহেল তাজ এমনই অভিযোগ করেন। একই অভিযোগ করে ভাগ্নেকে অক্ষত ও জীবিত অবস্থায় ফেরত চেয়ে ঢাকা রিপোটার্স ইউনিটে এক সংবাদ সম্মেলন করেন তিনি। এ ঘটনা সারাদেশেই আলোচনার বিষয় হয়েছিল।

সৌদি নাগরিকের মৃত্যু

গত বছরের ৭ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা গ্রামের এক বাড়ি থেকে আল দাউসারী নাসের ফালেহ (৪৭) নামে ভিসা ব্যবসায়ী এক সৌদি নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যু নিয়ে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। অতিরিক্ত মদ পানে সৌদি নাগরিকের মৃত্যু হয় বলে পুলিশের ধারণা। তার মৃত্যুরহস্য উদ্ঘাটনে তদন্ত এখনও চলছে।

প্রতিমা বিসর্জনে নাচানাচির সময় খুন

গত ৭ অক্টোবর রাত সোয়া ন’টার দিকে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় নগরীর গোলপুকুরপাড় এলাকায় শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজ ছাত্র খুন হওয়ার ঘটনাটি ছিল ‘টক অব দ্যা সিটি’। প্রতিমা বিসর্জনের প্রস্তুতির প্রাক্কালে তিনটি গ্রুপের নাচনাচির সময় মাহিন গ্রুপের সঙ্গে আবির গ্রুপের ধাক্কাধাক্কি হয়। এ সময় মাহিন তার পড়নের প্যান্টের পকেট থেকে ‘সুইজ গিয়ার চাকু’ বের করে শাওনের বুকে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় শাওনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন ভট্টাচার্যের খুনিদের ফাঁসির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহপাঠীরা।

ভুটানের প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন

১৪ এপ্রিল ময়মনসিংহে আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তিনি ময়মনসিংহে মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। শিক্ষা জীবন কেটেছে এই শহরে। তাই তিনি দীর্ঘদিন পড়ে এসে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পূরনো বন্ধুদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন। লোটে শেরিং ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি এমবিবিএস কোর্স শেষ করে আরও একটি প্রশিক্ষণ নেন ময়মনসিংহে। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলেন। সেই স্মৃতি থেকেই তার ময়মনসিংহ মেডিকেল কলেজে সফরে আসা। দীর্ঘ ২০ বছর পর নিজের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে আসেন তিনি। এরপর আরেকটি অনুষ্ঠানে নিজের ৭৭ জন সহপাঠীর সঙ্গে আলাদা করে আড্ডা দেন তিনি। প্রাণখুলে অতীত স্মৃতির ডালি মেলে ধরেন। তিনি যে এই শহরেই থাকতেন এবং এখানেই পড়ালেখা করেছেন সেই বিষয়টি তিনি আসার পরই ব্যাপকভাবে আলোচিত হয়। এ ঘটনাটি বিদায়ী বছরের অন্যতম ঘটনা।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

গত ৮ অক্টোবর ময়মনসিংহ সফরে আসেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কংগাল সাংমা। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীসহ প্রতিনিধি দল ঢাকায় ও সিলেটে একাধিক যৌথসভায় অংশগ্রহণ শেষে ময়মনসিংহের ডালু সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন।

ফুটবল কন্যাদের স্কুলে আগুন

বাংলাদেশ নারী ফুটবলারদের মাঝে আলোচিত কলসিন্দুরের ফুটবল কন্যা মারিয়া মান্দা, সানজিদা, মার্জিয়া, তহুরাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি দুর্বৃত্তের দেয়া আগুনের ঘটনা হিসেবে চিহ্নিত হলেও প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়নি। বিষয়টি বিদায়ী বছরে ব্যাপক আলোচিত ছিল।

আগুনে বিদ্যালয়ের শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সনদপত্র, মেডেল, রেজুলেশন বই, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অনেক কাগজ পুড়ে গেছে বলে স্কুল কর্তৃপক্ষ জানায়। এ ছাড়াও একটি পেনড্রাইভ নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম হয়।

ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু

দীর্ঘদিনের দাবির পর বহুকাক্সিক্ষত পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজ এ বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়। এটি ময়মনসিংহ অঞ্চলের জন্য ২০১৯ সালের একটি আলোচিত ঘটনা ছিল। পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের উদ্দেশ্যে হচ্ছে, সারাবছর যাতে এ নদে নাব্যতা বজায় থাকে। নদে যাতে সারাবছর যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করতে পারে। পাশাপাশি স্থানীয় কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়নে ব্রহ্মপুত্র নদ যেন ভূমিকা রাখতে পারে। নদ খননের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডসিব্লউটিএ)। প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের মোট ২২৭ কিলোমিটার অংশ খনন করা হবে। এই ২২৭ কিলোমিটারের বিস্তৃতি জামালপুরে ব্রহ্মপুত্রের উৎসমুখ থেকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার টোক এলাকা পর্যন্ত। প্রকল্পের কাজে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৩ কোটি টাকা।