না’গঞ্জ পুলিশের একযোগে ৪৮ জনের বদলি

নারায়ণগঞ্জ জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। একদিনের ব্যবধানে জেলার বিভিন্ন থানার ৪৮ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। গত বুধবার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেন।

নারায়ণগঞ্জে যোগদানের পরপরই পুলিশ কর্মকর্তাদের এক ধরণের সতর্ক বার্তা দিয়েছিলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। দায়িত্ব গ্রহণের দুই দিনের মাথায় দুই থানা থেকে চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মাদক ব্যবসায়ীর সাথে আঁতাতের অভিযোগ ওঠে। এবার একদিনের ব্যবধানে জেলার বিভিন্ন থানার ৪৮ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতেই এ ব্যাপক রদবদল।

জেলা পুলিশ অফিস সূত্র জানায়, ১ জন পরিদর্শক, ২২ জন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ২৫ কনস্টেবলসহ ৪৮ জনকে বদলি করেন। এর মধ্যে সোনারগাঁয়ে ১৪, রূপগঞ্জে ১৪, ফতুল্লায় ৭, সিদ্ধিরগঞ্জে ১, সদরে ২, বন্দরে ৩ জন, এবং আড়াইহাজারে ৭ জনকে বদলি করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, জেলার কিছু কিছু ইউনিটে পুলিশ সদস্য বেশি আবার কোথাও লোকবল সংকট আছে। সবদিকে সমন্বয় করার জন্যই এ রদবদল।

এ ব্যাপক রদবদলকে ‘পুলিশের চলমান প্রক্রিয়া’ উল্লেখ করে এসপি বলেন, যাদের বদলি করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনও ধরণের অভিযোগ নেই। এটা স্বাভাবিক প্রক্রিয়া।

আরও খবর
ময়মনসিংহের আলোচিত সমালোচিত ঘটনা
সিটি নির্বাচন বিতর্কিত করাই বিএনপির উদ্দেশ্য তথ্যমন্ত্রী
১১৮ জনকে পিপিএম ও বিপিএম পদক দেয়া হচ্ছে
বিশ্ব ইজতেমা তুরাগ তীরে ১০ জানুয়ারি শুরু স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকবে না পরিকল্পনামন্ত্রী
জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কার
খুবি প্রশাসন ভবনে তালা
শালিস বৈঠকে বৃদ্ধা হত্যা
নিউইয়র্কে এটিভির লোগো উন্মোচন
রোহিঙ্গা গণহত্যার ওপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুরু আজ
‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ম্যুরাল উদ্বোধন
শওকত ওসমান গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক
নতুন বছরে কলেজ-মাদ্রাসা ৮০ দিন বন্ধ থাকবে
এক হাজতখানায় বন্দী নারী-পুরুষ
আগুনে পুড়ে মৃত্যু সাংবাদিক পুত্রের

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

না’গঞ্জ পুলিশের একযোগে ৪৮ জনের বদলি

প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। একদিনের ব্যবধানে জেলার বিভিন্ন থানার ৪৮ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। গত বুধবার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেন।

নারায়ণগঞ্জে যোগদানের পরপরই পুলিশ কর্মকর্তাদের এক ধরণের সতর্ক বার্তা দিয়েছিলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। দায়িত্ব গ্রহণের দুই দিনের মাথায় দুই থানা থেকে চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মাদক ব্যবসায়ীর সাথে আঁতাতের অভিযোগ ওঠে। এবার একদিনের ব্যবধানে জেলার বিভিন্ন থানার ৪৮ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতেই এ ব্যাপক রদবদল।

জেলা পুলিশ অফিস সূত্র জানায়, ১ জন পরিদর্শক, ২২ জন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ২৫ কনস্টেবলসহ ৪৮ জনকে বদলি করেন। এর মধ্যে সোনারগাঁয়ে ১৪, রূপগঞ্জে ১৪, ফতুল্লায় ৭, সিদ্ধিরগঞ্জে ১, সদরে ২, বন্দরে ৩ জন, এবং আড়াইহাজারে ৭ জনকে বদলি করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, জেলার কিছু কিছু ইউনিটে পুলিশ সদস্য বেশি আবার কোথাও লোকবল সংকট আছে। সবদিকে সমন্বয় করার জন্যই এ রদবদল।

এ ব্যাপক রদবদলকে ‘পুলিশের চলমান প্রক্রিয়া’ উল্লেখ করে এসপি বলেন, যাদের বদলি করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনও ধরণের অভিযোগ নেই। এটা স্বাভাবিক প্রক্রিয়া।