গোলাম কিবরিয়া পিনু

পেরিফেরি

ফেরিতে নদীটা পার হয়ে-

ও পেরিফেরিতে আমিও পা রেখেছি,

করিডোরও চিনি- দোর খোলা ক’টা ঘর ছিল?

আমারও জানা আছে!

কে বোঁচকাবুঁচকি নিয়ে কোন ঘরে উঠেছিল,

তা আমারও জানা আছে!

কার কক্ষে কে যেত- তাও জানা আছে!

মখমল বিছানায় কার সাথে কে শুয়েছে,

তাও জানা আছে!

সুর ওঠা ঐকতানে- ঝংকারে- অমাবস্যা রাতে

আশা ছিল- অন্ধকার দূর হবে,

ঝুলনপূর্ণিমা নেমে আসবে!

কত রকমের লোকজন জড়ো হয়েছিল-

আলো ছড়িয়ে দেওয়ার অভিলাষে

আলো প্রজ্জ্বলিত হওয়ার পর-

কেউ কেউ সেই আলো- নিজের প্যান্টের পকেটে নিয়ে

-ছুটতে থাকল!

কেউ কেউ গ-গ্রাম থেকে এসে

নাগরা পরে- অভিজাত নাগরিক হয়ে গেল!

কেউ কেউ ধাতুর পাত মুড়ানোর পেরেক

ক্ষমতার চৌকাঠে এমনভাবে বসিয়েছে,

কেউ যেন তা খুলতে না পারে!

আলো দিয়ে আলো জ্বালানোর কথা বলে

নিজেরাই গ্রাস করল ঝুলনপূর্ণিমা!

আরও খবর
বাংলা নামের প্রথম দৈনিক
বাংলাদেশকেও সাবধানে পা ফেলতে হবে
নির্মলেন্দু গুণের কবিতা
সংবাদ এবং আমার শৈশব
আমার বাতিঘর
শিক্ষার বিবর্তন কিংবা বিবর্তনের শিক্ষা
নয়া মাধ্যম: মিডিয়া ডায়েট ব্যক্তির স্বাধীনতা
সংবাদ-এর ঐতিহ্যিক ধারাবাহিকতা
চলছে লড়াই, চলবে লড়াই
গণমাধ্যমের শক্তি ১৯৭১
সংবাদ ও রণেশ দাশগুপ্ত
আমার ‘সংবাদ’
দৈনিক সংবাদ আমার প্রতিষ্ঠান
বিভাগোত্তর কালে দুই বাংলায় গণমাধ্যমের বিবর্তন
দুর্ভিক্ষের পীড়া ও রবীন্দ্রনাথ
সংবাদ ও অর্থনীতি
ভবিষ্যতের গণমাধ্যম গণমাধ্যমের ভবিষ্যৎ
মুহম্মদ নূরুল হুদার কবিতা
দুটি কবিতা : আহমদ সলীম
সাতচল্লিশ পরবর্তী বাংলা গানের বিবর্তন
নারীর মনোজগৎ: আমাদের বিভ্রম ও কল্পকাহিনী
নতুন সময়ের গণমাধ্যম
‘সংবাদ’ শুধু একটি সংবাদপত্র নয়
গৌরব এবং গর্বের সংবাদ
গণমাধ্যম কেবল আশার স্বপ্ন নয়
গণমানুষের নিজের পত্রিকা ‘সংবাদ’
মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা
মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতা

বুধবার, ০৩ আগস্ট ২০২২

গোলাম কিবরিয়া পিনু

পেরিফেরি

ফেরিতে নদীটা পার হয়ে-

ও পেরিফেরিতে আমিও পা রেখেছি,

করিডোরও চিনি- দোর খোলা ক’টা ঘর ছিল?

আমারও জানা আছে!

কে বোঁচকাবুঁচকি নিয়ে কোন ঘরে উঠেছিল,

তা আমারও জানা আছে!

কার কক্ষে কে যেত- তাও জানা আছে!

মখমল বিছানায় কার সাথে কে শুয়েছে,

তাও জানা আছে!

সুর ওঠা ঐকতানে- ঝংকারে- অমাবস্যা রাতে

আশা ছিল- অন্ধকার দূর হবে,

ঝুলনপূর্ণিমা নেমে আসবে!

কত রকমের লোকজন জড়ো হয়েছিল-

আলো ছড়িয়ে দেওয়ার অভিলাষে

আলো প্রজ্জ্বলিত হওয়ার পর-

কেউ কেউ সেই আলো- নিজের প্যান্টের পকেটে নিয়ে

-ছুটতে থাকল!

কেউ কেউ গ-গ্রাম থেকে এসে

নাগরা পরে- অভিজাত নাগরিক হয়ে গেল!

কেউ কেউ ধাতুর পাত মুড়ানোর পেরেক

ক্ষমতার চৌকাঠে এমনভাবে বসিয়েছে,

কেউ যেন তা খুলতে না পারে!

আলো দিয়ে আলো জ্বালানোর কথা বলে

নিজেরাই গ্রাস করল ঝুলনপূর্ণিমা!